As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4504

সালাত

প্রকাশকাল: 30 May 2018

প্রশ্ন

১/ আমি কিছু সালাতে মাঝে মাঝে রাফাউল ইয়াদাইন করার চেষ্টা করি কিন্তু দেখা যায় যে, কোন রাকাতে ঠিকমত করলাম আবার কোন রাকাতে ভুলে যাই করতে। কিংবা রুকু থেকে উঠে আর মনে নাই। এক্ষেত্রে আমার জন্য করণীয় কি?সালাতের কোন সমস্যা হবে পরিপূর্ন ভাবে রাফাউল ইয়াদাইন না করার জন্য? ২/ ঈমাম রুকুতে চলে গেলে সূরা ফাতিহা ( নীরব কিরাতে) শেষ না করতে পারলে করণীয় কী? এক্ষেত্রে সালাত পরিপূ্র্ন হবে?

উত্তর

না, কোন সমস্যা হবে না। ২। ইমামের সাথে রুকুতে চলে যাবেন, সালাত পরিপূর্ণ হবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।