আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4487

আকীকা

প্রকাশকাল: 13 মে 2018

প্রশ্ন

আসসালামুলাইকুম, শিশুর বয়স ৩/৪ দিন হলে কি আকিকা দিতে পারবে এবং কুরবানীর সাথে কি আকিকা দেওয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জন্মের দিনে আকীকা দেওয়া সুন্নাত, ৭ম দিনে দেওয়া না হলে পরে যে কোন দিন দেওয়া যায়। জন্মের ৭ম দিন যদি কুবারনীর দিন হয় কোন সমস্যা নেই। কুরবানীর সাথে আকিকা রাসূলুল্লাহ সা, এবং সাহাবীরা দেন নি। আকীকার সাথে কুরবানী মিলানোর দরকার নেই, আলাদা আলাদা দিবেন। কোন কোন ফকীহ জায়েজ বলেছেন।