As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4477

ঈদ কুরবানী

প্রকাশকাল: 3 মে 2018

প্রশ্ন

1.৪ জন ভাই চাকরিজী, তারা যদি একসাথে ৪ জন তাদের বাবার সাথে একটা গরু কোরবানি দেয় তাহলেকি ঐ ৪ জন ভাইয়ের পরিবারের ( মানে ১ম ভাই ও তার বউ এবং সন্তানেরাা কি আলাদা আলাদা ভাবে সোয়াব পাবে? ২. ৪ ভাই সামান টাকা দেয় না, এবং সবাই বাবাকে কুরবানির জন্য টাকা দেয়,এখন বাবার পখ থেকে কুরবানী দিলে হবে কিনা?

উত্তর

যে কুরবানী দেয় সে সওয়াব পাবে। ২। ভাইদের একজন সন্তুষ্ট হয়ে আরেকজনের টাকার কিছু অংশ দিলে কুরবানী না হওয়ার কোন কারণ নেই। এখন তেমনই হয়েছে।