As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4449

শিরক-বিদআত

প্রকাশকাল: 5 এপ্রিল 2018

প্রশ্ন

আসসালামুআলাইকু। একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার ছিল। শিরকের কথা শুনলেই ভয় লাগে এইজন্যইপ্রশ্নটা করা। দয়া করে উত্তরটা দিবেন। আমি কিছুটা দলীয় রাজনীতির সাথে যুক্ত আছি। পরবর্তীতে জানতে পারি যে গনতন্ত্রএর কিছু বিষয় শিরকের পর্যায়ে পড়ে। এখন আমি যদি ওই বিষয়গুলোকে মন থেকে সমর্থন না করি। এবং এই উদ্দেশ্যে দলীয় রাজনীতিতে যুক্ত থাকি যে কিছুটা হলেও মানুষের উপকার করতে পারবো, কোন অন্যায় না করে এবং অন্যায় কাজে সহযোগিতা না করে যদি দলীয় রাজনীতির সংগে যুক্ত থাকি তাহলে কি শিরক হয়ার সম্ভাবনা আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামী দল বা ইসলামী রাজনীতি দীনি দাওয়াতের একটি অংশ। সুতরাং এটা ইসলাম সম্মত। বর্তমানে সমাজে যারা ইসলামী মূল্যবোধের প্রসার ও প্রতিষ্ঠা চান না, তারা রাজনীতিকে ব্যবহার করে ইসলামী মূল্যবোধের বিকাশ রোধ করেন। এ কারণে ইসলামের বিরুদ্ধে সকল প্রচেষ্টার মুকাবিলা করাও আমাদের নৈতিক দায়িত্ব। তবে যারা মানুষের মনগড়া আইন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি সে সব দলে যোগ দেয়া যাবে না।বিস্তারিত জানতে দেখুন, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত এহইয়াউস সুনান বইয়ের ৪৬৬ পৃষ্ঠ থেকে ৪৭৭ পৃষ্ঠা।