As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4396

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমার বিয়ে হয়নি। আমার মাহরাম নেই, বাবা নেই, ভাই নেই। এখন আমি হজ্ব করতে চাই তাহলে আমি কার সাথে গেলে আমার হজ্ব হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নন মাহরাম কারো সাথে আপনি হজ্বে যেতে পারবে না। মাহরাম পুরুষ না থাকলে তার উপর হজ্জ ফরজ হয় না।