আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4385

রোজা

প্রকাশকাল: 31 জানু. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম
শাওয়াল মাসের ৬রোজা এবং রমজানের কাযা রোজা ২টার নিয়তে একটা রোজা রাখা যাবে কি? নাকি কাযা রোজা ও শাওয়ালের রোজা আলাদা রাখতে হবে?
জাযাকাল্লাহ খইরন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, দুইটার নিয়তে একটি রোজা রাখলে হবে না। আলাদা আলাদা রাখতে হবে।