As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 438
আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত যে আমার আগের দুইটি প্রশ্নেরই উত্তর পেয়েছি। আজ আমি জানতে চাই – ১. ইমাম সাহেব সুন্নাত সালাত (ফজর, যোহর এর সুন্নাত) আদায় না করে কি ফরয সালাতের ইমামতি করতে পারবেন না? দেখা যাচ্ছে ইমাম সাহেব যখন আসলেন তখন সুন্নাত সালাত আদায় এর জন্য পর্যাপ্ত সময়

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 438

প্রশ্ন

আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত যে আমার আগের দুইটি প্রশ্নেরই উত্তর পেয়েছি। আজ আমি জানতে চাই – ১. ইমাম সাহেব সুন্নাত সালাত (ফজর, যোহর এর সুন্নাত) আদায় না করে কি ফরয সালাতের ইমামতি করতে পারবেন না? দেখা যাচ্ছে ইমাম সাহেব যখন আসলেন তখন সুন্নাত সালাত আদায় এর জন্য পর্যাপ্ত সময় নাই। অর্থাৎ জামাতের সময় হয়ে গেছে। ২. কোন কারনে ইমাম সাহেবের এক ওয়াক্ত বা কয়েক ওয়াক্ত নামায কাযা হয়ে গেছে এবং তার এই কাযা নামায আদায় করা হয় নি। এমতাবস্থায় কি তিনি অন্য ওয়াক্তের নামাযের ইমামতি করতে পারবেন? অর্থাৎ কাযা নামায ব্যতিরেকে কি অন্য ওয়াক্তের নামাযের ইমামতি করা যায়?

উত্তর

শুকরান জাযাকুমুল্লাহ। আপনি প্রশ্নের উত্তর পাওয়াতে আমরাও আনন্দিত। (১) ইমামতি করতে পারবেন, সুন্নাত না পড়লেও সমস্যা নেই। (২) আপনি সালাতের ইমাম, মনের ভিতর এই বিষটি রাখবেন।