As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 436

নামায

প্রকাশকাল: 10 এপ্রিল 2007

প্রশ্ন

জামাআত ১ কাতার পূরা হয়ে গিয়েছ। ১ জন বাকি আছে সামনের কাতারে জায়গা নেই। দীতিয় কাতারে কী একা দাড়াবে না কী? বিস্তারিত জানতে চাই।

উত্তর

লোকটি চেষ্টা করবে পূর্বের কাতারে ঢুক পড়ার। যদি সম্ভব না হয় তাহলে সামনের কাতার থেকে একজনকে টেনে তার সাথে দাড়াবে। একটি হাদীসে এমন আছে, তবে হাদীসটি যয়ীফ। মুসনাদ আবু ইলা, হাদীস নং ১৫৮৮। তবে এতে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে (আমাদের বাংলাদেশে এই মাসআলাটি বেশীরভাগ লোক না জানার কারণে অনেক সময় সমস্যা সৃষ্টি হয়) একাকীই দাড়াবে। পূর্বের কাতারে দাঁড়ানোর সক্ষমতা সত্ত্বেও পিছনের কাতারে নামায পড়তে হাদীসে নিষেধ করা হয়েছে। একজন এমন করলে রাসূলুল্লাহ সা. তাকে পূণরায় নামায পড়তে বলেছিলেন। সুনানু আবু দাউদ, হাদীস নং ৬৮২। হাদীসটি সহীহ।