As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4357

লেনদেন

প্রকাশকাল: 3 Jan 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার বন্ধু কানাডা থাকে। তাকে আমার জন্য একটি ফোন পাঠাতে বলেছি । সে যে দামে ক্রয় করবে সেই দামই তাকে আমি পরিশোধ করবো। এখন প্রশ্ন হচ্ছে কাস্টমস ডিউটি (ট্যাক্স) সংক্রান্ত বিষয়ে। আমি জানি না ব্যাক্তিগত ব্যবহারের জন্য ফোন আনা হলে কাস্টটমস ট্যাক্স দেয়া লাগে কিনা ! বা কয়টা ফোন বিনা কাস্টমস ট্যাক্সে আনার বৈধতা আমাদের কতৃপক্ষ দিয়েছে। তাছাড়া বিদেশ থেকে যখন আমরা আসি তখন তো সাধারনভাবে কত পন্যেই ব্যাগে আনি, এটার জন্য ব্যাগেজ চার্জ দিতে হয় । তবে প্রত্যেকটা পন্যের জন্য আবার আলাদা ট্যাক্স দেয়া লাগে না হয়তো। কাস্টমস ট্যাক্স বিষয়ে নিশ্চিতভাবে জানার জন্য অনেক স্টাডি ও গবেষণা প্রয়োজন। যাই হোক আমি ফোনটা নিতে চাচ্ছি। এখন এরকম ধোয়াশাপূর্ন পরিস্থিতিতে নিতে পারবো? আর এয়ারপোর্টে ট্যাক্স দেয়ার যদি বাধ্যবাধকতা থাকে কিন্তুু কোনোভাবে সেটা যদি এড়িয়ে গিয়ে ফোনটা আনা হয় তাহলে কি সেই ফোনটা চালানো বৈধ হবে আমার জন্য?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।এয়ারপোর্টে ট্যাক্স দেয়ার যদি বাধ্যবাধকতা থাকে তাহলে ট্যাক্স দেয়া আপনার জন্য আবশ্যক। ট্যাক্স না দিলে আপনি গোনাহগার হবেন,তবে ফোন চালানো আপনার জন্য অবৈধ হবে ন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।