আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4353

নফল নামায

প্রকাশকাল: 30 ডিসে. 2017

প্রশ্ন

সালাতুল কুসূফ বা সূর্য গ্রহণের সালাতে প্রতি রাকাতে কী দুইবার সুরা ফাতিহা পাঠ করতে হবে অর্থাৎ প্রথম রুকুর পর উঠে কিরাআত করার সময় কী আবার সূরা ফাতিহা পাঠ করতে হবে নাকি শুধু অন্য যেকোনো সূরা পড়তে হবে।

উত্তর

সূর্য গ্রহণের নামায স্বাভাবিক নামাযের মতও পড়া যায়। তবে ক্বিরআত লম্বা করতে হয়ে। আর যদি রুরু দুইটি করতে চান তাহলে প্রথম রুকুর পর উঠে সূরা ফাতিহা পড়তে হবে। বিস্তারিত জানতে দেখুন: https://islamqa.info/bn/answers/210590/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%AF-%E0%A6%93-%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%A7%E0%A6%A4“””””