ইচ্ছাকৃত বইখাতায়, মানুষের গায়ে, কুরআন শরীফে পা লাগানো অবশ্যেই অসম্মানের কাজ, বেয়াদবী কাজ। তবে অগোচরে যদি লেগে যায় তাহলে স্থানীয় প্রথা অনুযায়ী (যদি সেটা শরীয়ত বিরোধী না হয়) দু:খ প্রকাশ করতে হবে। আরবে করে না কিন্তু আমাদের দেশে করে, আমাদের দেশে দু:খ প্রকাশ করতে হবে।