আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 434

নামায

প্রকাশকাল: 8 এপ্রিল 2007

প্রশ্ন

মুহতারাম: আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্নঃ ফজরে ও মাগরিবের সালতের পর সুন্নাত যিকির হিসাবে ৩ বার করে ইখলাস, ফালাক ও নাস পরতে হয়, তা কিভাবে পরব? একবার করে ইখলাস, ফালাক ও নাস পরে তিন বার repeat করব? নাকি তিন বার ইখলাস পরে, তিন বার ফালাক ও তার পর তিন বার নাস পরব? কোন পদ্ধতি উত্তম? যাযাকুমুল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে কোন পদ্ধতিতে পড়লেই হবে। তবে হাদীসের ভাষ্য থেকে মনে হয় তিনবার ইখলাস এরপর তিনবার ফালাক তারপর তিনবার নাস পড়াই উত্তম।