As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4337

সফর

প্রকাশকাল: 14 ডিসে. 2017

প্রশ্ন

আমি সেলস মার্কেটিং এ জব করি, চাকরির কারনে আমি অনেক সময়ই একদিনেই ১০০কিমি এর বেশি ভ্রমন করি, বাইকে। এরকম পরিস্থিতিতে কি আমি নিজেকে ভ্রমনকালে মুসাফির ধরে নিবো? কসর পরবো?

উত্তর

আপনি যদি সকালেই এমন ইচ্ছা করেন যে, আজ ১০০ কিলোর উপর ভ্রমন করবেন,তাহলে নিজে এলাকার বাইরে গিয়ে নামায কসর করবেন, যদি একাকী নামায পড়েন। আর যদি রাস্তায় কোন মসজিদে ইমামের পিছনে নামায আদায় করেন তাহলে কিন্তু পূর্ণ নামাযই পড়তে হবে।