আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 427

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 এপ্রিল 2007

প্রশ্ন

আস্ সালা মুআলাইকুম .আমার ১টি প্রশ্ন জানতে চাইতেছি.দয়াকরে উওর দিলে খুশি হব. প্রশ্ন টা হল, বিয়ে কার সাথে হবে সেটা কি আল্লাহ (swt) আগে থেকে দায্ (টিক)করে রেকে চেন?এবং বিয়ে তারাতারি হবার জন্য কি কোন বিশেষ আমল আছে?কারণ আমার পারিবারিক ভাবে এবং মেয়ের সম্মতিতে আমার বিয়ে টিক হয়েছিল হটাত করে মেয়ে বলে আমি confuse জানিনা কি করব। এর আগে ২/৩ অন্য জায়গাতে আমাকে দেখে না বলে দেয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সব বিষয়ই আল্লাহ তায়ালার কাছে নির্ধারিত আছে।দ্রুত বিবাহের জন্য রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দুআ দুটিও সালাতে এবং অন্যান্য সময় বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا আল্লাহ আপনাকে উক্ত সমস্যা থেকে মুক্তি দিন।