আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4245

আকীকা

প্রকাশকাল: 13 সেপ্টে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আকীকার পশু জবেহ না করে গরীব আত্মীয়কে সম্পূর্ণ জ্যান্ত পশু (স্বাবলম্বী হবার উদ্দেশ্যে) দান করলে আকীকা আদায় হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, জ্যান্ত পশু দান করার দ্বারা আকীকা আদায় হবে না।