আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4239

জুমআ

প্রকাশকাল: 7 সেপ্টে. 2017

প্রশ্ন

চার রাকাত বাদাল জুম্মার নামাজ পড়ার নিয়ম কি? এক সালামে নাকি দুই সালামে পড়তে হবে? একটু জানাবেন। রসুল মহম্মদ বলেছেন, আরবায়ান। এর আসল ব্যাখ্যা কি একবারে অর্থাৎ এক সালামে পড়া কিনা জানাবেন।

উত্তর

চার রাকআত পড়লে এক সালামে পড়াই ভালো। দুই সালামেও পড়া যায়।