আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4231

রোজা

প্রকাশকাল: 30 আগস্ট 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
আজ প্রচন্ড চিন্তিত অবস্থায় আপনাদের প্রশ্ন করছি। আমি আজ জানতে পারলাম, সিয়াম পালন করতে নিয়ম করা ফরজ। মৌখিকভাবে না হলেও মনে মনে হলেও ভাবা যে আমি আজ রোজা রাখবো।
কিন্তু মাননীয় উত্তরদাতা আলেমের প্রতি আমার প্রশ্ন, আমি সেহরি খাই রোজা রাখতে, এবং এই রমজানে সালাত আদায়েও ভুল হয়নি। আর আমি সারাদিন তো এইটা ভেবেই পানাহার এবং ভোগ বিলাস থেকে দূরে আছি এইটা ভেবেই যে আমি সিয়াম পালন করছি। কিন্তু আমি সেহরি খাওয়ার পর নিয়ত বলতে যে বুঝানো হয়েছে আমি সিয়াম পালন করব এমন ভাবা। সেইরকম আলাদা কোন সময় নিয়ে আমি নিয়ত বলতে গেলে করিনি। কিন্তু সারাদিনই তো আমি ভাবছি যে আমি রোজা অবস্থায় আছি। এখন আজকে এই নিয়তের ব্যাপারে জানার পর খুবই চিন্তা হচ্ছে। আমার সিয়াম পালনে কি তবে অপূর্ণতা রইল? জাযাকাল্লাহ খইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার সিয়াম শুদ্ধ হয়েছে। আপনি যে সিয়াম পালনের উদ্দেশ্যে সাহরী খেয়েছেন তখনই আমার নিয়ত হয়েছে যে, আপনি রোজা রাখবেন। টেনশনের কারণ নেই।