As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4206

আদব আখলাক

প্রকাশকাল: 5 Aug 2017

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, কেউ যদি চিন্তা করে বেগানা নারীদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কারণ এতে অর্থ এবং সময় উভয় নষ্ট হয় তাহলে কী সে এই ভালো কাজের সওয়াব পাবে। যদিও তার নিয়ত ছিলো জাগতিক ক্ষতি থেকে বাঁচা এবং সে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এ কাজ করে নি (বাহ্যিকভাবে)।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বেগানা নারীদের সাথে সম্পর্ক রাখা তো বড় গুনাহ। কেউ যদি সম্পর্ক না রাখে সে তো অবশ্যই গুনাহ থেকে বেঁচে গেলো। সে যে নিয়তই করুক না কেন। আর সওয়াবের জন্য নিয়ত জরুরী।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।