আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 420

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 মার্চ 2007

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সূদী ব্যাংকে account করিয়ে দেয়া জায়েজ হবে কি? আমি personally এই ব্যাংকে service করতাম। এখন ছেড়ে দিয়েছি। কিন্ত বাইরে থেকে account করিয়ে দেওয়ার সুযোগ আছে। আমি করতে চাইছি না,কিন্তু আমার এক দাদা বলছেন যে সুধুমাত্র account করে দেওয়াতে কোনো সমস্যা নেই..যুক্তি হিসাবে তিনি বলছেন..সাধারন মানুষের যেহেতু account করা এই india তে প্রায় বাধ্যতামুলক,সেহেতু তাদের ভোগান্তি থেকে বাচাতে এটা জায়েজ হবে…তাই শায়েখ প্লিজ উত্তর দেবেন…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধুমাত্র ভোগান্তি থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে এ্যাকাউন্ট করা হলে আশা করি আপনার গুনাহ হবে না। তবে যদি কোন ধরনের সুদের লেনদেন করবে বলে আপনি জানতে পারেন তাহলে আপনি এ্যাকাউন্ট করে দিবেন না।