আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4189

রোজা

প্রকাশকাল: 19 জুলাই 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। নিম্নোক্ত বিষয়ে জানতে চাইঃ একজন বয়স্ক লোক (এমনিতেই দীর্ঘ দিনের ডায়াবেটিস এর রোগী) অসুস্থতার কারণে এই রমজান মাসে রোজা রাখতে পারে নাই। তার শারিরীক অবস্থা/দুর্বলতা এখনও এমন পর্যায়ে যে, রোজা রাখলে আবারো খারাপের দিকে যেতে পারে। তার পক্ষ থেকে ফিদিয়া স্বরুপ প্রতিটি রোজার জন্য দুজন ইয়াতিম/মিসকিন কে খাওয়ানো হয়েছে। ঐ ব্যক্তি সারাজীবন নিয়মিত রোজা পালন করে আসছিলেন। আমার জিজ্ঞাসা হলো- এই পরিস্থিতিতে তার পক্ষ থেকে কি তার কোন সন্তান-সন্ততি বা শুভাকাঙ্ক্ষী কাজা রোজা পালন করতে পারবে? জাযাকাল্লাহু খাইরান কাছির।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, তার পক্ষ থেকে কাজা রোজা রাখার দরকার নেই। প্রতিটি রোজার জন্য দুজন অসহায়কে খাওয়ালেই হবে।