উরুর পর ট্রাউজার এরপর হাতে। এতো জায়গায় লাগার পর আর পবিত্র থাকা সম্ভব বলে মনে হয় না। সবকিছু ভালো করে ধুয়ে নিবেন। ২। এই হাদীসে আদৌ বলা হয় নি, শরীরে লাগলে ধৌত করা লাগবে না। কাপড়ে লাগলেই যদি পানির ছিটা দিতে হয় তাহলে শরীর তো ধুতে হবেই। শরীর ও কাপড় ভালো করে ধৌত করে ওযু করে নামায আদায় করবেন।