আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 418

ঈমান

প্রকাশকাল: 23 মার্চ 2007

প্রশ্ন

মুহতারাম, আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আমাদের মত সাধারন মানুষ যাদের দ্বীনি এলেম প্রায় নেই তারা ধর্ম পালনে বেশ সমস্যার মধ্যে পড়ি।দুই প্রকার বিষয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে ইদানিং খুব দুঃশ্চিন্তাগ্রস্থ। প্রথম হলঃ তাবলিগ, জামায়াতে ইসলাম ও আহলে হাদিস। আহলে হাদিস ও জামায়াতের দৃষ্টিতে তাবলীগ ইসলামের ক্ষতি করছে কারন তাবলীগ সৎ কাজের উপদেশ দেয় ঠিকই কিন্তু অসৎ কাজের নিষেধ করেনা। আর আহলে হাদিসের ভাইয়েরাতো তাবলীগ ওয়ালাদের বিদয়াতী ও জাহান্নামি বরতে দ্বিধা করেনা। আমি ব্যক্তিগতভাবে জামায়াতে ইসলামিকে অপছন্দ করি অনেক কারনে সেগুলো না হয় এখানে আনলামনা। দ্বিতীয় হলঃ হানাফি এবং আহলে হাদিস। আহলে হাদিসের দৃষ্টিতে হানাফিদের নামাজই হবেনা। আবার হানাফিদের দৃষ্টিতে আহলে হাদিস গোড়া এবং ভুল পথে। আবার আহলে হাদিস মনে করে যে, হানাফিদের আমলকৃত বেশিরভাগ হাদিসই জাল। অর্থ্যাৎ, এই দুই দলের একদল আরেক দলকে প্রতিনিয়তঃ ঘায়েল করার চেষ্টায় ব্যস্ত। এই অবস্থায় আমরা কি করব- (১) তাবলীগ, জামায়াতে ইসলাম বা আহলে হাদিসের কোনটা সঠিক এবং কোনটা ভুল? (২) হানাফি বা আহলে হাদীসের কোনটা সঠিক এবং কোনটা ভুল? দয়া করে জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যে সমস্যার কথা বলেছেন সেটি মুসলিম উম্মাহর অন্যতম সমস্যা। এ বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও ক্লিপ বিদ্যমান। সুযোগ থাকলে সেগুলো দেখুন। এছাড়া এহইয়াউস সুনান বইটি পড়ন। ঈদের তাকবীর ও হাত বাঁধার বিধান বই দুটিও পড়তে পারেন। সংক্ষেপে আমার পরামর্শ হলো: (১) সকল দলীয় চেতনা পরিহার করুন। তবলীগ, জামাত, আহলে হাদীস, হানাফী সকলকেই মুসলিম হিসেবে মহব্বত করুন এবং সকলের ভাল কাজে সহযোগিতা, অংশগ্রহণ ও দুআ করুন। (২) আহলে হাদীস আলিমদের অনেক কিছুই ভাল, কিন্তু খুঁটিনাটি ফিকহী বিষয় নিয়ে প্রান্তিক ঝগড়া উম্মাতের বিভক্তির অন্যতম কারণ। আমার মতে মূলধারার হানাফী মতের সাথে থাকুন। পাশাপাশি যে সকল বিষয়ে হানাফী মতের দলিল দুর্বল বলে মনে হয় সে বিষয়ে আপনার সাধ্যমত অনুসন্ধান করুন। আপনি নিশ্চিত হলে সহীহ হাদীসের উপর আমল করুন। তবে অন্য আমলকে কখনোই বাতিল বলবেন না। (৩) উপরের বইগুলো পড়ার পরে আপনার কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে যোগাযোগ করবেন। আল্লাহ ভাল জানেন।