As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4179

প্রশ্ন

বাথরুমে অযু করলে তো বিসমিল্লাহ বলা যাবে না। যদি সেখানে টয়লেট এটাচ থাকে। তাহলে বিসমিল্লাহ বলা ছাড়া কি অযু করলে নামাজ এর কোন সমস্যা হবে।

উত্তর

বিসমিল্লাহ বলা ছাড়া ওযু করলে নামাযে কোন সমস্যা নেই। তবে টয়লেট এ্যাটাস্ট বাথরুমে ওযু করার সময় বিসমিল্লাহ বললে আশা করি সমস্যা হবে না।