আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4174

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 জুলাই 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম । প্রশ্ন ১. আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে কিছু দেয়া হয়নি,তাই আমাকে শ্বশুরবাড়ি থেকে খোঁটা দেয়া হয়। আর আমার হাজবেন্ড বলেছেন মেয়ের বাবা মেয়ের শ্বশুরবাড়ি তে বিয়ের সময় উপঢৌকন দেয়া নাকি সুন্নাত। কারন রাসুল (স) ফাতিমা (র) কে ও উপঢৌকন দিয়েছিলেন। কথাটা কতটুকু সত্যি?
প্রশ্ন ২.আমার স্বামী বলেন প্রয়োজনে স্বামী স্ত্রীকে প্রহার করতে পারবে? কুরআন হাদীসের আলোকে জানাবেন দয়া করে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, মেয়ের বাবার পক্ষ মেয়ের শ্বশুরবাড়ি তে বিয়ের সময় উপঢৌকন দেয়া সুন্নাত নয়। তবে কেউ খুশি মনে দিলে দিতে পারে। ফাতিমার স্বামী আলী রা. রাসূলুল্লাহ সা. এর বাড়িতে লালিত-পালিত হয়েছেন।রাসূলুল্লাহ সা. আলী রা. এর অভিভাবক ছিলেন। সেই হিসেবে কিছু প্রয়োজনীয় জিনিস বিয়ের সময় তিনি তাকে দিয়েছিলেন। জামাই হিসেবে নয়। আর স্ত্রীকে কিছু বাপের বাড়ি থেকে নিয়ে আসতে বলা বা খোঁটা দেয়া হারাম। চরম কাপুুরুষ এবং নিম্নশ্রেণীর মানুষেরাই কেবল স্ত্রীর বাপের বাড়ির সম্পদের তথা যৌতুকের লোভ করে থাকে। ২। এই বিষয়ে কোরআনের আয়াতটি দেখুন الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এ জন্য যে, আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এ জন্য যে, তারা তাদের অর্থ ব্যয় করে। সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাযতযোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাযত করে। আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা কর তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। সূরান নিসা, আয়াত নং ৩৪ এই আয়াতের ব্যখার করতে গিয়ে বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেছেন, এটি একটি স্পষ্ট আয়াত। এখানে বিস্তারিত ব্যাখ্যার কোনো বিষয় নেই। এ আয়াতে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে, শুধু একটি ক্ষেত্রে ইসলাম একটি ট্রিটমেন্ট দিয়েছে। আর সেটা প্রাথমিক পর্যায়েও নয়। ইচ্ছা হলেই যে স্ত্রীকে আঘাত করা যাবে, বিষয়টি এমন নয়। আয়াতের মধ্যেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে। একেবারে সর্বশেষ পর্যায়ে গিয়ে এ ট্রিটমেন্ট। যখন কোনো স্ত্রী অবাধ্য হয়ে যায় বা অবাধ্যতার চরম পর্যায়ে পৌঁছে যায় বা স্বামী তার যে হক রয়েছে, তা আর স্ত্রীর কাছ থেকে আদায় করতে পারছে না বা কোনোভাবেই আদায় করা সম্ভব হচ্ছে না, সে ক্ষেত্রে স্বামীর হক বিনষ্টকারী স্ত্রীকে কোরআনে করিমে নাসেজা বলা হয়েছে। নাসেজা হচ্ছে সেই নারী, যে স্বামীর অবাধ্য হচ্ছে বা স্বামীর হক নষ্ট করছে। এ ধরনের কাজ যদি কোনো নারী করে থাকে, ইসলামে তাকে সর্বশেষ পর্যায়ের ট্রিটমেন্টের আগে বিছানা থেকে বিচ্ছিন্ন করার কথা পর্যন্ত বলেছে। তার পরও যদি দেখা যায় যে তাকে বোঝানো যাচ্ছে না বা তার সীমা লঙ্ঘন বেশি লক্ষ করা যাচ্ছে, সে ক্ষেত্রে যদি তাকে সংশোধন করার কোনো সুযোগ থাকে, তাকে শিষ্টাচার শেখানোর জন্য প্রহার করার অনুমোদন ইসলাম দিয়েছে। উদাহরণস্বরূপ, একজন পিতা যখন সন্তানকে আঘাত করে বা প্রহার করে, সেটা করে তাকে শিষ্টাচার শেখানোর জন্য, হত্যা করার জন্য নয়। এটা জিঘাংসাবৃত্তি নয়। শিক্ষকও এভাবে শিষ্টাচার শেখানোর জন্য বা শিক্ষাদানের জন্য প্রহার করেন। এটা কোনো শাস্তি নয়। মানুষের মধ্যে একটি প্রবণতা আছে, তা হলো মানুষ অনেক ক্ষেত্রেই ব্যতিক্রম করার চেষ্টা করে বা অবাধ্য হতে চেষ্টা করে। এ ক্ষেত্রে নফসের একটা দাবি আছে। নফসের কারণে মানুষ অবাধ্য হতে চায়। এই দিকগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে সন্তান অবাধ্য হয়ে যাবে। শৃঙ্খলা ভঙ্গ করবে। এবং সে ক্ষেত্রে প্রহার করা বাধ্যতামূলক। তাই ইসলাম এই প্রহারের বিষয়টিকে শিষ্টাচার শেখানোর জন্য অনুমোদন দিয়েছে। তাও আল্লাহু সুবহানাহুতায়ালা স্পষ্ট করেছেন, সেটা কোন ধরনের হবে। কোরআনে কারিমের মধ্যে অনেক বড় বড় বিষয়, যেমন সালাতের মতো বিষয়ে এত বিশ্লেষণ করা হয়নি। কিন্তু এই মাসআলাটি অনুমোদন দেওয়ার পরও আল্লাহতায়ালা এর কথা স্পষ্ট করে দিয়েছেন যে কীভাবে হবে। এর পদ্ধতিটা কোরআনে কারিমের মধ্যে বলে দেওয়া হয়েছে, যাতে করে কথিত বুদ্ধিজীবী যাঁরা আছেন, তাঁরা যেন এটাকে ভিন্ন অর্থে প্রয়োগ না করেন। এ জন্যই মূলত আল্লাহু সুবহানাহুতায়ালা কোরআনের মধ্যে বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু এর পরও যদি সম্ভব না হয়, তাহলে ইসলাম সবচেয়ে উত্তম পদ্ধতি দিয়েছে, তালাকের মাধ্যমে এই সম্পর্ক না টেকানোর মাধ্যমে। এর জন্যই ইসলাম তালাকের পদ্ধতি দিয়েছে। তালাক হচ্ছে ইসলামের যে সৌন্দর্য রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। জোর-জবরদস্তির মাধ্যমে কোনো সংসার টিকতে পারে না। নির্যাতনের বিষয়টি ইসলামে হারাম। যারা ইসলাম সম্পর্কে জানে না, তারা প্রহার করে থাকে। তবে নারী নির্যাতন হারাম। আর যারা নারী নির্যাতন করে, তারা মূর্খ ছাড়া কিছু নয়। মূর্খরাই এ কাজ করতে পারে। স্ত্রীকে ভালোবেসেই সংশোধনের চেষ্টা করতে হবে। সংশোধনের বিভিন্ন পর্যায়ে যাওয়ার পরও যদি তা সম্ভব না হয়, সে ক্ষেত্রে মৃদু প্রহারের কথা বলা হয়েছে। এবং এটা কোনো শাস্তি নয়। এটা নারী নির্যাতনও নয়। এর পরও না হলে তো তালাকের ব্যবস্থা রয়েছে। আর নারী নির্যাতনের যে বিষয়টি আমাদের সমাজে প্রচলিত রয়েছে, তা সম্পূর্ণ ভিন্ন। নির্যাতন ইসলামে নিষিদ্ধ বিষয়। সেটা কোনো প্রশ্রয় ইসলামে পেতে পারে না। কতটুকু প্রহার করা যাবে সে বিষয়ে আল্লাহর রাসূল বলেছেন, فَاتَّقُوا اللَّهَ فِى النِّسَاءِ فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لاَ يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ. فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহর তাকওয়া অবলম্বন কর। কেননা আল্লাহর আমানতে তোমরা তাদেরকে গ্রহণ করেছ। আল্লাহর বাণী সাক্ষী রেখে তোমরা তাদের সাথে সহবাস করা বৈধ করেছো। তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে, তারা তোমাদের গৃহে এমন লোককে প্রবেশ করতে দিবে না যাকে তোমরা পছন্দ কর না। কিন্তু তারা যদি নির্দেশ লঙ্ঘন করে এরূপ করে ফেলে তবে, তাদেরকে প্রহার কর। কিন্তু প্রহার যেন কঠিন ও কষ্টদায়ক না হয়। তোমাদের উপর তাদের অধিকার হচ্ছে, তোমরা সঠিকভাবে নিয়ম মাফিক তাদের খানা-পিনা ও কাপড়ের ব্যবস্থা করবে। [মুসলিম, হাদীস নং ১২১৮। ] সুতরাং আপনার স্বামীর কথা ঠিক নয়। আশা করি বুঝতে পেরেছেন।