As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4172

হালাল হারাম

প্রকাশকাল: 2 জুলাই 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম।জনাব আশাকরি ভালো আছেন। আমি মোঃ আব্দুল জলিল নজরুল ব্রাজিল থেকে মেসেজটা লিখছি। আমি একটা হালাল মুরগীর কোম্পানিতে কাজ করছি আমি সহ সর্বমোট ৩৩ জন বাংলাদেশী মুসলমান এই কোম্পানিতে কাজ করছি। আমরা প্রতি দিন প্রায় ৩ লক্ষ মুরগী জবাই করি। ব্রাজিল থেকে মধ্যপ্রাচ্য,ইউরোপ, আমেরিকা সহ অসংখ্য মুসলিম রাষ্ট্রে হালাল মুরগীর মাংস রপ্তানি করা হয়।আমি যখন মুরগী জবাই করি তখন সব সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি ।কিন্তুু আমার সহকর্মী ভাইয়েরা বলেনা তারা যখন কাজ শুরু করে তখন কেউ কেউ প্রথমে ১ বার বলে কিন্তুু পরের গুলাতে আর বলেনা। আমি কয়েক জনকে বলেছি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে তাহারা আমাকে বলে আমার নিয়্যত ঠিক আছে আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললেও চলবে।আর কেউ কেউ বিসমিল্লাহি আল্লাহুআকবার বলে ছুরিতে ফু দেয় আর বলে আমি এখন এই ছুরি দিয়ে যতটা মুরগী জবাই করব সব হালাল হবে। কিন্তুু আমার প্রশ্ন হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে মুরগী জবাই করলে কি ঐ মুরগীর গোশত হালাল হবে? আর অনেকেই নামাজ নিয়মিত আদায় করেনা। এমতাবস্থায় নামাজ নিয়মিত আদায় না করলেও কি জবাই হালাল হবে? প্লিজ আমাকে মাসআলাটা জানাবেন। আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অধিকাংশ আলেম ও ফকিহের মতে বিসমিল্লাহ বলে জবেহ করা ওয়াজিব। তবে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে সমস্যা নেই, ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দিলে সেটা খাওয়া জায়েজ হবে না। তবে শাফেয়ী মাজহাবের আলেমগণ বলেছেন, মুসলিম হলেই চলবে, বিসমিল্লাহ বলা তাদের নিকট সুন্নাত, ওয়াজিব নয়, বিসমিল্লাহ না বলে জবেহ করলেও খাওয়া জায়েজ। উভয় মতের পক্ষে কুরআন ও হাদীসের দলীল আছে। মোট কথা বিসমিল্লাহ বলা খুবই গুরুত্বপূর্ণ, ইচ্ছাকৃত এটা ছেড়ে দেয়া যাবে না। তারপরও কোন মুসলিম যদি বিসমিল্লাহ বাদে জবেহ করে তবুও সেটাকে হালাল হিসাবেই মনে করা উচিৎ, কারণ আলেমদের একটি অংশ সহীহ দলীলের আলোকে হালাল বলেছেন। বিসমিল্লাহ বলে ফু দেয়ার কোন বিধান নেই। একাধিক মুরগী জবেহ কররে প্রতিবারই বিসমিল্লাহ বলবেন। দলীলসহ বিস্তাাতি জানতে দেখুন (আরবী) https://islamqa.info/ar/answers/235020/%D9%8A%D8%B3%D8%A7%D9%84-%D8%B9%D9%86-%D8%B3%D8%A8%D8%A8-%D8%A7%D8%AE%D8%AA%D9%84%D8%A7%D9%81-%D8%A7%D9%84%D8%B9%D9%84%D9%85%D8%A7%D8%A1-%D9%81%D9%8A-%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%84%D8%AA%D8%B3%D9%85%D9%8A%D8%A9-%D8%B9%D9%86%D8%AF-%D8%A7%D9%84%D8%B0%D8%A8%D8%AD