As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4170

প্রশ্ন

আসসালামু আলাইকুম ১/অজু রত অবস্থায় আমরা ঘুমাতে এসে ঘুমাতে যাওয়ার আগেই যদি বায়ু নির্গত হয় তাহলে কি আবার অজু করব? ২ /হায়েজ চলাকালীন অবস্থায় মেয়েদের ২/৩ দিন অফ থাকে মানে ব্লাড দেখা দেয়না পরে আবার দেখা দেয় এখন ওই ২/৩ দিন কি রোজা রাখা যা? যানাবেন ইনশাআল্লা। ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঘুমানোর আগেই যদি ওযু ভেঙে যায় তাহলে তো আবার ওযু করতে হবে। ২। না, সে সময় রোজা রাখবে না।