হাদীসে (সহীহ বুখারী, হাদীস নং ১৩৯০) ৫ ওসাক পরিমাণ ফসল হলে উশর দেয়ার কথা বলা হয়েছে। ৫ ওসাকরে আধুনিক পরিমাপ নয়ে কিছুটা মতভেদ আছে। তবে সাধারণভাবে ২০ মনের মত। সুতরাং ২০ মন বা তার চেয়ে বেশী ফসল হলে মোট ফসলের ২০ ভাগের একভাগ দিতে হবে। আর যদি বৃষ্টির পানি দ্বারা উৎপাদিত হয় তাহলে ১০ ভাগের একভাগ উশর দিতে হয়। বিস্তারিত জানতে দেখুন, শায়খ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত বাংলাদেশে উশর বা ফসলের যাকাত বইটি।