As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4160

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আশা করি ভালো আছেন। আমার প্রশ্ন হচ্ছে সরকারি কোন শিক্ষাপ্রতিশঠানে পড়ালেখা করা হালাল হবে? কারন সরকার তো দেশের সকল মানুষ থেকে ভ্যাট নিয়ে অর্থাৎ জনগনের টাকা দিয়ে বিভিন্ন সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এ সীমিত সঙ্খক শিক্ষার্থী পড়ায় বাকিরা বঞ্ছিত হয় এবং বেশি টাকা দিয়ে বেসরকারিতে ভর্তি হতে হয় জদিও এক্ষেত্রে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চান্স পায় কিন্তু এরকম কি করা হালাল। এক্ষেত্রে এরকম নিওয়ম কি সরকারের করা জায়েজ আর আমাদের এসব সরকারি স্কুল কলেজে পড়া জায়েজ? আশাকরি কারন সহকারে উত্তর দিবেন। অগ্রীম ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দেশ পরিচালনা করার জন্য জনগনের কাছে থেকে টাকা নেয়া সরকারের জন্য জায়েজ। এই টাকা দিয়ে সরকারের পক্ষে যতটুকু সম্ভব জনগনের খেদমত করবে। সবাইক সমান সুযোগ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়, যেটা সাধ্যের বাইরে সে সম্পর্কে আল্লাহ কাউকে প্রশ্ন করবেন না।