As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 416

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 মার্চ 2007

প্রশ্ন

জাকাত কিসে কিসে দিতে হবে? ডায়মন্ড এর জন্য কি জাকাত দিতে হবে? হলে কি হিসাবে বা কত ভাগ (%) দিতে হবে? বিস্তারিত জানাবেন।

উত্তর

সংক্ষেপে বলা যায় স্বর্ন, রোপা, টাকা-পয়সা, ব্যবসার মাল, উৎপাদিত ফসল, পশু ইত্যাদির যাকাত দিতে হয়। ডায়মন্ডেরও যাকাত দিতে হবে। কারো কাছে থাকা ডায়মন্ডের মুল্য যদি প্রচলিত মুদ্রায় সাড়ে বায়ান্ন ভরি রোপার মূল্যের সমপরিমাণ হয় তাহলে শতকারা আড়াই পার্সেন্ট হারে যাকাত দিতে হবে। পশু বাদে অন্যান্য পণ্যের যাকাতও আড়েই পার্সেন্ট হারে দিতে হয়। পশুর ক্ষেত্রে হুকুম ভিন্ন। উল্লেখ্য নিসাবের মালিক হওয়ার অর্থাৎ যাকত ফরজ হওয়া পরিমান সম্পদের মালিক হওয়ার এক বছর পর যাকাত আদায় করতে হবে। বছরের মাঝে সম্পদ কমে গেলেও যাকাত দিতে হবে এবং যাকাত দেয়ার সময় যত সম্পদ থাকবে সেটা হিসাব করে আড়াই পার্সেন্ট যাকাত দিতে হব।