As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4152

প্রশ্ন

বিসিএস ক্যডার নন ক্যাডার জব গুলোর ইসলামি বৈধতার ব্যাপারে জানতে চাই। কেননা, অনেকক্ষেত্রে দেখা যায় রাষ্ট্রীয়ভাবে সরকারি চাকুরীজীবিদের এমন কিছু কাজ করতে বাধ্য করা হয় যা স্পষ্টত ইসলামের সাথে সাংঘর্ষিক।

উত্তর

ইসলামরে সাথে সাংঘর্ষিক কোন চাকুরী করা না জায়েজ, হারাম। এর বাইরে অন্যান্য সরকারী চাকুরী করা যাবে।