আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4148

যিকির দুআ আমল

প্রকাশকাল: 8 জুন 2017

প্রশ্ন

আসসালামুআলাইকু। আরবি দিন কখন থেকে শুরু হয়? ২১ রামজান কখন থেকে শুরু হবে? শবে কদর এর রাতের আমল করতে চাচ্ছি। তাই ২১, ২৩, ২৫, ২৭ রমজান এর রাত এর সঠিক সময় জানতে চাচ্ছিলাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আরবী দিন সন্ধ্যা থেকে শুরু হয়। ২০ তম রোজার ইফাতারের সময় থেকে ২১ তম রোজার দিন শুরু হয়। এই রাতেই শবে কদর হওয়ার সম্ভবনা থাকে। যেমনিভাবে ২৩, ২৫, ২৭, ২৯ তম রোজার রাতও শবে কদর হওয়ার সম্ভাবন রাখে।