As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4146

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার বয়স যখন ৮-১০ বছর। ক্লাস ২-৩ তে পড়ি। স্কুলে গিয়ে ২-৩ টা দোকান থেকে কিছু বাকি খাইছিলাম সর্বোচ্চ ৫-৬ টাকা হবে। কিন্তু সেই টাকা আর দেয়া হয় নি। এখন ঐসব দোকানও আর নাই মনে হয়। এখন আমার করণীয় কি? আমি খুব চিন্তায় আছি . সবচেয়ে বেশি চিন্তায় আছি যে, একটা হিন্দু লোকের দোকানে ১ টাকা বাকি ছিল আর দেয়া হয় নি? জানি না দোকান টা আছে কি না। যদি গ্রামে গিয়ে দেখি দোকান টা নাই তাইলে কি করণীয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যদি তাদের খোঁজ পান তাহলে টাকা পরিষোধ করবেন, আর যদি খোঁজ না পান তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন।