আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4140

বিবাহ-তালাক

প্রকাশকাল: 31 মে 2017

প্রশ্ন

স্যার, আমি কলেজে পড়ার সময় নামাজ পড়তাম। পরবর্তীতে নামাজ ছেড়ে দেই এই ভেবে যে, আল্লাহ ক্ষমা করে দেবেন । এ অবস্থায় আমি বিয়ে করি । আমি জানতে পারলাম, ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে কাফের। আমার বিয়ে কি বৈধ হবে? আমি তওবা করেছি এবং এখন নিয়মিত নামাজ পড়ি। দয়াকরে পরামর্শ দেন।

উত্তর

আল্লহ আপনাকে ক্ষমা করে দিনে, ধর্মের উপর অটুট থাকার তাওফীক দান করুন। আপনার বিবাহ সহীহ হয়েছে, চিন্তা করার দরকার নেই।