আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4137

হালাল হারাম

প্রকাশকাল: 28 মে 2017

প্রশ্ন

আমি একটি সরকারি অফিসে চাকরি করি। অনেক সাধারণ মানুষ এসে নাস্তা খাবেন বলে টাকা দিয়ে যায়। আমি এসব টাকা নিতে চাই না। টাকা নিতে না চাইলে তারা বলে আমরা কোন ঘোষ দিচ্ছি না, ভাই হিসাবে নাস্তা করার জন্য দিচ্ছে। তারা খুব অনুরোধ করে। এই টাকা কি হালাল হবে? উল্লেখ্য আমি কখনো কোন টাকা দাবি করি না। পাবলিক জোর করে নাস্তা করবেন বলে কোন অর্থ দিয়ে গেলে সেই টাকা কি আমি নিতে পারি?

উত্তর

না, আপনি ঐ টাকা নিতে পারবেন না। যে নামেই হোক উক্ত টাকা আপনি নিতে পারবেন না।