ধুমপান একটি হারাম কাজ। গুনাহের কাজ। ৪০ দিনের ইবাদত হয়তো নষ্ট হবে না, কিন্তু এটা থেকে যেভাবেই হোক বের হতে হবে। তওবা হলো সামনে ঐগুনাহ না করার দৃঢ় শপথ করা। এখন আপনি কিভাবে তওবা করেছেন, আপনি জানেন। দ্রুত এই মন্দ অভ্যাস ত্যাগ করায় হলো তওবার প্রকৃত ফলাফল।