আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4113

বিবাহ-তালাক

প্রকাশকাল: 4 মে 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়েখ আমার একটি খুবই গুরুতপূর্ন প্রশ্ন ছিলো দয়া করে উত্তর দিবেন আপনার কাছে বিনীত আবেদন আমার। প্রশ্নটি হলো আমি প্রেম করে বিয়ে করেছি সমবয়সি মেয়ে কে যখন আমাদের বয়স প্রায় ১৮ এবং কাউকে না জানিয়ে কোর্ট মেরিজ এবং পরে এজখন হুজুরকে দিয়ে ও। আমরা এক সাথে অনেক দিন সংসার ও করেছি পরে আমারা যখন জানতে পারি যে অলি ছাড়া বিয়ে হয় না এবং এটাও জানি যে হানাফী মাজহাবে শর্ত সাপেক্ষে বিয়ে হয় অলি ছাড়া। পরে আমি আমার স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেই যাতে তার বাবা কে রাজি করাতে পারে। এমন অবস্থায় আমরা যে এতো দিন সংসার করলাম এখন যদি আমার স্ত্রীর সাথে আমি মিলিত হই তাহলে কি গুনাহ হবে আমাদের? মিলিত বলতে আমার বাসায় আসলো একসাথে থাকলাম পরে আবার ওর বাসায় চলে গেলো এইটা কি ঠিক হবে দয়া করে জানাবেন অনেক উপকৃত হবো আমি। জাজাকাল্লাহু খাইরান। প্রশ্নটি ২য় বারের মতো করা হয়েছে দয়া করে উত্তর দিয়ে আমায় সাহায্য করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রশ্নের উত্তর তো আপনি জানেনই। যদি হানাফী মাজহাব অনুসারে বলি তাহলে গোনাহ হয় নি। আর যদি অন্য মাজহাবগুলোর আলোকে বলি তাহলে বিয়ে না করে বসবাস করলে গোনাহ তো হবেই। বিস্তারিত জানতে আমাদের দয়ে 0041 নং প্রশ্নের উত্তর দেখুন।