As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 411

প্রশ্ন

Question 1: Seven years ago a muslim lady got married with a hindu boy making him muslim . Now there is a son in that family. The problem is that the lady has observed along seven years that the boy doesnt only say prayer anytime but also doesnt keep raja during Ramadan. Now the lady is in doubt that wheter the boy had been a muslim in a real sense. As a result of that the lady has asked the boy to make the document and take the clearance from any concerned authority stating that he had been a

উত্তর

আপনার প্রশ্ন থেকে স্পষ্ট যে, ঐ ছেলে প্রকৃতপক্ষে মুসলিম হয় নি। শুধুমাত্র বিয়ের জন্য মুসলিম হয়েছি এ কথা বলেছে। আপনি প্রথমে যত দ্রুত সম্ভব তার থেকে বিচ্ছিন্ন হবেন, তালাক নয়, তার থেকে আলাদা থাকা শুরু করবেন। এরপর তাকে বলবেন, তার বিষয়টি স্পষ্ট করতে। যদি সে প্রকৃত পক্ষে মুসলিম হয়, ইসলামী আইন-কানুন মেনে চলে তাহলে আলহামদুলিল্লাহ। পুনরায় সংসার শুরু করবেন। আর যদি মুসলিম না হয় তাহলে তালাক ডিভোর্স দিবেন। কোন মুসলিম মেয়ের জন্য জায়েজ নেই হিন্দু ধর্মের কোন ছেলের সাথে বিবাহ করা।