আপনার প্রশ্ন থেকে স্পষ্ট যে, ঐ ছেলে প্রকৃতপক্ষে মুসলিম হয় নি। শুধুমাত্র বিয়ের জন্য মুসলিম হয়েছি এ কথা বলেছে। আপনি প্রথমে যত দ্রুত সম্ভব তার থেকে বিচ্ছিন্ন হবেন, তালাক নয়, তার থেকে আলাদা থাকা শুরু করবেন। এরপর তাকে বলবেন, তার বিষয়টি স্পষ্ট করতে। যদি সে প্রকৃত পক্ষে মুসলিম হয়, ইসলামী আইন-কানুন মেনে চলে তাহলে আলহামদুলিল্লাহ। পুনরায় সংসার শুরু করবেন। আর যদি মুসলিম না হয় তাহলে তালাক ডিভোর্স দিবেন। কোন মুসলিম মেয়ের জন্য জায়েজ নেই হিন্দু ধর্মের কোন ছেলের সাথে বিবাহ করা।