আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4109

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 এপ্রিল 2017

প্রশ্ন

মুহতারাম, আসসালামু আলাইকুম, আমার যাকাতের নিসাব পরিমান টাকা আছে তবে আমার হাতে টাকা নেই সবটাকা কর্জে হাসানা দেওয়া আছে এখন আমার যাকাত ফরয। হবে? বিস্তারিত জানাবেন দয়া করে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনার উপর যাকাত ফরজ। আপনি যাকাতের টাকা হিসাব কর রাখেন, টাকা হাতে আসলে যাকাত দিবেন।