As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4096

প্রশ্ন

আমার এক বন্ধু শাহওয়াতের বশে রমাদান মাসের সিয়াম পালন অবস্থায় তথা সাহরির পরে স্ত্রী সহবাসে লিপ্ত হয়। এক্ষেত্রে স্ত্রীও তাকে বাধা দেয় নাই তথা উভয়ের শাহওয়াতের বশে হয়েছে। এখন সে কি একাই সিয়ামের কাযা ও কাফফারা করবে নাকি উভয়ই কাযা ও কাফফারা করবে? কাফফারা সিয়ামের পরিবর্তে খাদ্যপ্রদান কতটুকু শরীয়ত সম্মত এবং তার পরিমাণ কতটুকু হবে?

উত্তর

হ্যাঁ, উভয়ের উপর কাজা-কাফফারা ওয়াজিব।লাগাতার ষাট দিন রোজা রাখতে হবে। এই ষাট দিনের মাঝে যদি এক দিনও কোনো কারণে ছুটে যায় তাহলে কাফফারা বাতিল হয়ে যাবে। পুনরায় প্রথম থেকে রোজা রাখতে হবে। কাফফারা রোজা এমনভাবে রাখতে হবে যেন নিষিদ্ধ সময় ষাট দিনের মধ্যে এসে না যায়। যেমন দুই ঈদের দিন ও ঈদুল আজহার পরের তিনদিন এবং নারীদের সন্তান প্রসবের সময়। যদি কারও জন্য ৬০টি রোজা পালন সম্ভব না হয় তখনই কেবল সে ৬০ জন মিসকিনকে দুই বেলা খাবার দেবে।