হ্যাঁ, উভয়ের উপর কাজা-কাফফারা ওয়াজিব।লাগাতার ষাট দিন রোজা রাখতে হবে। এই ষাট দিনের মাঝে যদি এক দিনও কোনো কারণে ছুটে যায় তাহলে কাফফারা বাতিল হয়ে যাবে। পুনরায় প্রথম থেকে রোজা রাখতে হবে। কাফফারা রোজা এমনভাবে রাখতে হবে যেন নিষিদ্ধ সময় ষাট দিনের মধ্যে এসে না যায়। যেমন দুই ঈদের দিন ও ঈদুল আজহার পরের তিনদিন এবং নারীদের সন্তান প্রসবের সময়। যদি কারও জন্য ৬০টি রোজা পালন সম্ভব না হয় তখনই কেবল সে ৬০ জন মিসকিনকে দুই বেলা খাবার দেবে।