As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4094

প্রশ্ন

আমার বছরের শুরুতে ব্যংকে লোন ২,০০,০০০/- টাকার মত থাকলেও এখন আছে প্রায় ১,৪০,০০০/- টাকা এবং সারাবছর গড়ে প্রায় ৪০/৫০ হাজার টাকা সঞ্চয় থাকলেও এখন ব্যাংকে মোট টাকা আছ প্রায় ৬০,০০০/- টাকা… এ অবস্থায় আমার কত টাকা যাকাত আদায় করতে হবে..? আর তা কোন ভিত্তিত? অগ্রিম কৃতজ্ঞতা রইলো…

উত্তর

আপনি এখন ৬০ হাজার টাকার যাকাত দিবেন। বর্তমানে রোপর মূল্য হিসেবে যাকাত হিসাব করলে এই টাকায় যাকাত ওয়াজিব হয়।ব্যাংক ঋন যাকাত দেয়ার ক্ষেত্রে ঋন হিসাবে গণ্য নয়। কারণ ব্যাংক ঋন নেয়ার সময় পরিষোধ করার যোগ্যতা দেখানোর জন্য যে সম্পদ দেখাতে হয় সেটা ঋনের বিপরীতে আপনার মূলধন হিসাবে গণ্য। বিস্তারিত জানতে দেখুনhttps://www.youtube.com/watch?v=rmVcMP69zso।