আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4092

যাকাত

প্রকাশকাল: 13 এপ্রিল 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি আপনাদের পেইজের একজন পাঠক। যাকাত সম্পর্কে একটি মাসালা জানতে চাচ্ছি। উত্তর পেলে উপকৃত হই। আমার এক আত্মীয় মধ্যবিত্ত। কিন্তু করোনার লকডাউন বা অন্য কোন কারণে আর্থিক কষ্টে আছেন? তাকে কি আমি যাকাতের টাকা দিতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাকাত পাওয়ার যোগ্য হলে তাকে যাকাত দিতে পারবেন। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে যদি সাড়ে বায়ান্ন তোলা রোপা বা সাড়ে সাত ভরি স্বর্ণের মূল সম পরিমান সম্পদ না থাকে তাহলে যাকাাত দিতে পারবেন। স্বাময়িক কষ্ট হলেই কেউ যাকাতের পাওয়ার যোগ্য হয় না।