ওয়া আলাইকুমুস সালাম। যাকাত পাওয়ার যোগ্য হলে তাকে যাকাত দিতে পারবেন। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে যদি সাড়ে বায়ান্ন তোলা রোপা বা সাড়ে সাত ভরি স্বর্ণের মূল সম পরিমান সম্পদ না থাকে তাহলে যাকাাত দিতে পারবেন। স্বাময়িক কষ্ট হলেই কেউ যাকাতের পাওয়ার যোগ্য হয় না।