আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4089

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 এপ্রিল 2017

প্রশ্ন

আমার ছোট চাচা সাইফুল নাম তাকে গত আড়াই বছর আগে আমার চাচী ডিভোর্জ দিয়ে চলে যান । এবং তার আবার অন্য একযায় গাতে বিবাহ করেন । আমার চাচা ও বিবাহ করেন অন্য একটি মেয়ে কে । এই অবস্থায় ঐ আগের স্ত্রী ৬ মাস পর তার পরের স্বামী থাকা অবস্থায় বিদেশ চলে যায় । বিদেশ যাওয়ার প্রায় ৬ মাস তার ২য় স্বামীর সাথে যোগা যোগ বিচ্ছিন্ন করে দেন । এবং প্রায় ১ বছর পর আমার চাচার সাথে সে আবার যোগা যোগ করেন । এর মধ্যে আমার চাচা যে ২য় বিবাহ করেছিলেন সেও আমার চাচাকে ডিভোর্জ দিয়ে চলে যান । এখন গত আমার চাচার প্রথম স্ত্রী বিদেশ থেকে বাড়ী আসে গত ০৫-০৯-২০১৯ তারিখে এবং তারা ঔ মাসের ৭ তারিখে তারা ডিভোর্জ দেয় আমার ঔচাচির ২য় স্বামীকে এবং সেই দিন ই বিবাহ করেন । কিন্তু তারা ডিভোর্জ দেওয়ার যে তারিখ লিখেন সেটা ১২-০৬-২০১৯ । এখন আমার প্রশ্ন হলো তাদের বর্তমান বিবাহটি কি যায়েজ হয়েছে। দয়া করে সায়েক একটু জানাবেন।

উত্তর

না, জায়েজ হয় নি। তালাকের পর ৩ মাসিক অতিবাহিত হওয়ার পর মহিলারা বিবাহে আসতে পারে। যেহেতু তালাক দিয়েই সঙ্গে সঙ্গে বিবাহ করেছে সুতরাং এই বিবাহ হয় নি।