আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4080

হালাল হারাম

প্রকাশকাল: 1 এপ্রিল 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একজন ছেলে এবং আমি একজন শিক্ষক । সাধারনত আমি ছেলেদের পাঠদান করি । তবে কোনো পর্দাশীল মেয়েকে কি পাঠদান করতে পারবো? তার জন্য মুখ খোলা রাখা কি জায়েজ হবে? এ পাঠদান থেকে পারিশ্রমিক কি হালাল হবে? যদি কারোর উপার্জন হারাম হালাল মিশ্রিত হয়, তাহলে কি তার ইবাদত কবুল হবে? জাযারাল্লাহু খাইরন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দেহের পর্দার সাথে সাতে হৃদয়ের পর্দাও জরুরী। সুতরাং যদি মুখ ঢেকে আসে তবুও ছেলে-মেয়েকে একসাথে এভাব পড়াতে পারবেন না। যদি কোন নারী শিক্ষক না পাওয়া যায় তাহলে প্রয়োজনে এমন হতে পারে আপনি আর মেয়েদের মাঝে একটা দেয়াল বা মোটা পর্দা থাকবে। কোন ছেলে শিক্ষার্থী থাকবে না বা থাকলেও মেয়েদের কন্ঠ তারা শুনবে না। মোটকথা দেহের পর্দার সাথে সাথে হৃদয়ের পর্দাও রক্ষা করতে হবে।