আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4075

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 27 মার্চ 2017

প্রশ্ন

সহীহ হাদিসে সালাতে কাপড় গুটানো নিষেধ করা হয়েছে। যা মাকরূহ। এখন আমরা সালাতে প্যান্ট ভাঁজ করে রাখি। এখন শার্টের সাথে প্যান্ট ভাঁজ করাও মাকরূহ হবে?

উত্তর

প্যান্ট টাখনুর নীচে থাকলে ভাঁজ করা আবশ্যক সব সময়, সালাতের মধেও । আর টাখনুর উপরে থাকলে সালাতে ভাজ করবেন না।