As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4070

প্রশ্ন

আমি ভারত থেকে বলছি সায়েখ আমার একটি বন্ধুর প্রশ্ন এটি…. আমরা এক সংসারে আছি. ইনকাম বলতে টিউশন পড়ানো.গত কয়েক মাস তাও বন্ধ.জমানো বা মূলধন ০০ বাজারে দেনা বা ঋণ ১২ /১৫ হাজার টাকা. যা আমার নিজস্ব ঋণ. কিন্তু আমার পরিবারের (বউ) কাছে কম বেশি ৩ লক্ষ টাকার মতো সোনার গহনা আছে. আমি কি যাকাতের আওতায় পড়ছি? পড়লে কত? কিভাবে?

উত্তর

সাড়ে সাত ভরি সোনা থাকলে যাকাত ওয়াজিব হয়। আপনাদের বাজার দর আমি জানি না। তাই দেখুন সোনা কতটুকু আছে। যদি উক্ত পরিমাণ থাকে তাহরে বৌয়ের উপর যাকাত ফরজ, স্বামীর উপর নয়। যদি কম থাকে তাহলে যাকাত ফরজ নয়। যাকাত ফরজ হলে সম্পদের ৪০ ভাগের একভাগ যাকাত দিতে হয়।