আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বর্তমানে অনেক দলিলবিহীন আমল,যঈফ হাদিসের ছড়াছড়ি, সামান্য বিষয়েও তর্ক-বিতর্ক, সত্যতার যাচাই-বাছাই না করা,হাদিসের অপব্যাখ্যা বা ভুল প্রয়োগসহ আরো অনেক কিছুই লক্ষ্য করা যায়,তবুও একজন মুসলমানের সত্য পথের উপর অটল থাকতেই হবে। কুরআন হাদিসের নির্দেশনা, তাৎপর্য, ব্যাখ্যা এবং বর্তমান সামাজিক অবস্থা বা অবস্থান সব কিছু বিবেচনা করে মাজহাব মানা এবং মাজহাব কে সমর্থন করা কতটুকু শরিয়াত সম্মত? পবিত্র কুরআন এবং হাদিসের শিক্ষা কি আমাদের মাজহাব মানতে এবং সমর্থন করতে বলে?
জাজাকাল্লাহ খাইরান।