As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4060

প্রশ্ন

বিশেষ প্রয়োজনে, মোজার উপর যেমন ওযুর মাসেহ করা যায়, মেয়েরা কি তার হিজাব এর উপর তেমন করে মাথা মাসেহ করতে পারবে? যেমনঃ বাহিরে থাকলে অযু করে নামাজ পড়তে গেলে হিজাব খুলে অযু করতে হয়। তখন কি হিজাবের উপর মাসেহ করা যাবে?

উত্তর

না, হিজারেব উপর মাসেহ করা যাবে না। হাদীসে এরকম বিধান নেই।