As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4055

প্রশ্ন

আমার বয়স আঠারো আমি বর্তমানে পড়াশোনা করি। আমি একজন কে পছন্দ করি এবং তাকে বিয়ে করতে চাই। আমার পরিবার আমি এবং সেই মেয়েটি ইসলামিক মতে শীঘ্রই নিকাহ সম্পন্ন করতে ইচ্ছুক। এখন তার পরিবারের মতামতের অপেক্ষাই। আমাদের এই সিদ্ধান্ত নেয়া কি সঠিক হবে?।

উত্তর

শরীয়তে কোন সমস্যা নেই।