ওয়া আলাইকুমুস সালাম। মাজারের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া, মাজারে মান্নত করা নিঃসন্দেহ শিরকী কাজ। তবে শুধু এই কাজের জন্য আপনার দাদা-দাদী মুশরিক হয়ে যান নি, তারা না জেনে এমনটি করেছেন। সুতরাং তাদের কবার জিয়ারত করা, তাদের জন্য ইস্তেগফার করাতে কোন সমস্যা নেই। বরং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তাদের জন্য দুআ করা আপনার দায়িত্ব। তাকফীর তথা কাফের কখন হবে সে বিষয়ে বিস্তারিত জানতে দেখুন, ইসলামী আকীদা, পৃষ্ঠা ৫১৭-৫২১। দ্ব্যর্থহীন শিরকে লিপ্ত হওয়ার নিশ্চিত প্রমাণ না পাওয়া পর্যন্ত এরুপ পাপী ইমামের পিছনে সালাত আদায় করতে হবে। বাড়িতে পড়া যাবে না। জামাত গুরুত্বপূর্ণ বিষয়। দলীলসহ বিস্তারিত জানতে পাপী ইমামের পিছনে সালাত বিষয়ে আমাদের দেয়া অন্যান্য প্রশ্নের উত্তর দেখুন।