As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4043

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার বাবা ২০০২ সালে মারা গেছেন বেশ কিছু কর্জ রেখে। যা দেবার ক্ষমতা আমাদের তখন ছিল না। এখন আমরা তা পরিশোধ করতে চাই। আমরা খোঁজ করে পাওনাদারের কোনো খোঁজ জানতে পারিনি। তবে জানতে পারি একজন মধ্যস্থতাকারী ওই কর্জ নিয়ে দিয়েছিলেন বাবাকে। কিন্তু মধ্যস্থতাকারী ব্যক্তি ও মারা গেছেন, আমরা উনার ছেলের সাথে কথা বলেছি কিন্তু ছেলে এই বিষয়ে কিছুই জানেন না তাই দায়ভার ও নিতে চান না। এখন এই পরিস্থিতিতে আমাদের শরীয়ত মতে কি করা উচিৎ জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দেখুন, শরীয়ত সাধ্যের অতিরিক্ত কোন কিছু মানুষের উপর চাপাই নি। সুতরাং আপনারা যদি খুঁজে না পান তাহলে আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।